নিম কেক (খৈল) ১ কেজি এফ-২০৪ বাগান বা মাঠ ফসল, সবজি, ফুল ও ফল গাছের রুটনট নিমাটোডা দমনে খুবই কার্যকরী এবং প্রায় ৬ প্রজাতির মাটির পোকা এবং উইপোকা দমনে সক্রিয় ভূমিকা রাখে। কোনো ক্ষতিকারক পোকার লার্ভা যেন না জন্ম নেয় সেটারও নিশ্চয়তা দেয় নিমের গুঁড়া। ইউরিয়া সার মাটি থেকে উঠে নষ্ট হওয়া বন্ধ করে এবং দীর্ঘদিন মাটিতে ধরে রাখে ফলে গাছ বেশি দিন ধরে সম্পূর্ণ সার গ্ৰহন করতে পারে।